ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ৯, ২০২১

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা
নিউজটি শেয়ার করুন

 

ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাকিল হাওলাদার নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন এ জরিমানা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খয়রাবাদ নদীর ঘোপেরহাট এলাকায় রোববার (৯ মে) দুপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিলেন কিছু লোক। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন সেখানে গিয়ে একটি ড্রেজার জব্দ করেন।

 

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ড্রেজারের মালিক শাকিল হাওলাদারকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। দুপুরেই জরিমানার টাকা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। এটা অব্যাহত থাকবে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ