ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, মে ৮, ২০২১
শনিবার (৮ মে) দুপুরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, শুক্রবার (৭ মে) দুপুরে দেড় টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মো. নয়া মল্লিক (৮০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। দুপুর ৩ টায় তিনি মারা যান(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এতে জেলায় বিভিন্ন সময় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেরে দাঁড়িয়েছে ৭ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৮৪ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেরে দাঁড়িয়েছে ১০৪৪২ জন। এছাড়া এ পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হয়েছেন ১০ হাজার ৩২৬ জন। জেলায় আই ভি ১ হাজার সিসি স্যালাইন ১০ হাজার ৫২৪ টি ও ৫০০ সিসির স্যালাইন ৬ হাজার ৭৭৪ টি মজুদ রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক