পটুয়াখালীতে যৌনপল্লীর ২০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মে ৪, ২০২১

পটুয়াখালীতে যৌনপল্লীর ২০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীতে অন্তত ২০০ অসহায় যৌনকর্মীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ উপহার প্রদান করেন।

 

এ সময় ওই পল্লীর অন্তত ৫০ জন শিশুকে ঈদ পোশাক দেয়া হয়। উপহার হিসেবে প্রতি বস্তায় রয়েছে চাল, ডাল, চিনি, তেল ছোলা, মুড়ি, সাবান।

 

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ন কবির, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, প্রেস ক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী। উপস্থিত ছিলেন- ইউনিসেফ প্রতিনিধি ইশিতা দে, লাইট হাউজের মেডিকেল প্রতিনিধি দোলন বারিকদার এবং শক্তি নারী সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম ও সাধারণ সম্পাদক তানিয়া আক্তার।

 

এ সময় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, করোনার চলমান প্রেক্ষাপটে সব শ্রেণির মানুষ বেকারত্ব জীবনযাপন করছে। সরকার এ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেয়া হলো। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

 


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ