ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মে ২, ২০২১
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম হোসেন আপন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২ মে) ভোর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া বালিয়াতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সিয়াম হোসেন আপনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে দ্রত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সিয়াম হোসেন আপন খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ও সাবেক ইউপি সদস্য মাসুদ হাওলাদের পুত্র বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। তবে পটুয়াখালী থেকে আমাদের জানানো হয়েছে যে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক