ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১
ঝালকাঠি রাজাপুর উপজলোর দক্ষিন মনোহরপুর গ্রামে মৃত শাহাদাত হোসেনের বড় ছেলে আফজাল হাওলাদারের মুদি দোকান আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাত ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক আফজাল হাওলাদার জানান, রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাসায় যাই। রাত ২টার দিকে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ডাক চিৎকার দিলে দোকানের কাছে যাওয়ার আগেই সমস্ত ঘরে আগুন ধরে গিয়ে চোখের সামনেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও জানান, দোকানে ঈদের মুদি মাল, টিভি, ফ্রিজ, দোকান ঘরসহ আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁঁছার আগেই পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
তবে দোকান মালিক আফজাল হাওলাদারের অভিযোগ, দোকানে আরো একবার আগুন দেয়ার চেষ্টা করা হয়েছিলো, তখন তিনি জিডি করে করেছিলেন। তার স্থানীয় প্রতিপক্ষরা সর্বশাস্ত করতেই এই কাজ করতে পারে। এখন কিছু শেষ করে পথে বসিয়ে দিয়েছে তারা। তিনি এর সঠিক তদন্ত করে বিচার চেয়েছেন। রাতেই রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কালে জানায়, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক