ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
বাল্যবিয়ে হচ্ছে এমন খবর ফোনে আসে ঝালকাঠির নলছিটি উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে। খবর পাওয়া মাত্রই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার দ্রুত ঘটনাস্থল উপজেলার কুলকাঠি ইউনিয়নের কাপড়কাঠী গ্রামের শুখরঞ্জন হাওলাদারের বাড়ীতে ছুঁটে যান।
ঘটনাস্থলে গিয়ে দেখেন কোথায় কোন বাল্যবিবাহ হচ্ছে না। কেউ বাল্যবিয়ে সম্পর্কে জানেন না।
এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিথ্যা তথ্য দাতা শিশির চন্দ্র হাওলাদার নামে এক যুবককে বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭ এর ৬ ধারায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৪ এপ্রিল) সকালে জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার জানান, শুক্রবার দুপুরে ফোনে খবর আসে কাপড়কাঠী গ্রামের বাল্যবিবাহ সম্পন্ন হচ্ছে। এমন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি সেখানে কোন বাল্যবিবাহ হচ্ছে না।
তারপর ঘটনাস্থলে উপস্থিত থাকা সবাই কে আঠারো বছর পূর্ণ না হলে বিয়ে দিতে পারবেন না,তার সাথে বাল্যবিবাহের কুফল সম্পর্কে কাউন্সেলিং করি।
পড়ে যে যুবক বাল্যবিয়ে নিয়ে মিথ্যা তথ্য প্রদান করে প্রশাসনকে হয়রানি করায় এক যুবক কে বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭ এর ৬ ধারায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।
সবাই কে বাল্যবিয়ের সঠিক তথ্য দিয়ে প্রশাসন সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি মিথ্যা ও ভুল তথ্য দিয়ে প্রশাসন কে বিভ্রান্ত না করার জন্য সকলে অনুরোধ জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক