বরগুনায় বসতঘরসহ ৯টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

বরগুনায় বসতঘরসহ ৯টি দোকান পুড়ে ছাই
নিউজটি শেয়ার করুন

 

বরগুনা : বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়ীয়া বাজারে আগুন লেগে বসতঘরসহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

শনিবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ক্ষতিগ্রস্তরা জানান, একটি ওয়ার্কশপের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতবাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতবাড়িসহ ৯টি দোকান পুড়ে গেছে।

 

আগুনে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

 


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ