ঢাকা ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
বানারীপাড়ায় চিহিৃত মাদক ব্যবসায়ী ও এক সময়ের দুর্ধর্ষ ডাকাত রহিম হাওলাদার ওরফে কানা রহিমকে সস্ত্রীক গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে থানার ওসি মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে মোঃ আঃ রহিম হাওলাদার (৪৫) ও তার স্ত্রী মোসাঃ ময়না বেগম (৩২)কে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে একশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করে বরিশালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
প্রসঙ্গত ৯০’র দশকে শেষের দিকে বিয়ে বাড়িতে ডাকাতি ও নববধুকে তুলে নিয়ে ধর্ষণ করায় সেই সময়ের দুর্ধর্ষ ডাকাত রহিম হাওলাদারের দু’চোখ উপড়ে ফেলে অন্ধ করে দেয় জনতা। সেই থেকে সে ‘কানা রহিম’ নামে পরিচিত। চোখ হারিয়ে ডাকাতি করতে না পারলেও নিজ বাড়িতে বসে মাদকের ব্যবসা চালিয়ে যায় সে। এর আগেও সে একাধিক বার মাদক সহ গ্রেফতার হয়ে হাজতবাস করে। পরে জামিনে বের হয়ে সে আবারও মাদক ব্যবসা চালিয়ে যায়। এদিকে সস্ত্রীক তাকে গ্রেফতার করায় ওই এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক