বরিশাল বিভাগ

চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

By admin

February 19, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ঘোষের হাট বাজারে এক ভয়াবহ অঙ্গিকান্ডে ৪টি দোকান পুরে গেছে। শুক্রবার দিবাগত রাত ৫টার দিকে এ অঙ্গিকান্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানিয়ারা ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

আগুনে ঘোষের হাট বাজারের জুয়েল ফার্মেসি, বিল্লাল গার্মেন্টস, আবুল কালাম ফার্নিচার,ফারুক মিস্ত্রি চায়ের দোকান নামে ৪টি দোকান পুড়ে যায়।

 

অঙ্গিকান্ডের ঘটনায় প্রায় দের লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।