ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১
ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে হারিয়ে খোশ মেজাজে ছিল পাকিস্তান। বাকি ছিল সেমিফাইনালে নিজেদের নাম নিশ্চিত করা। আজ নামিবিয়াকে ৪৫ রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো বাবর আজমরা।
আগেরদিন শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। যদিও পাকিস্তান এবং ইংল্যান্ড- দু’দলই ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে।
পাকিস্তানের কাছে ৪৫ রানে হেরেছে নামিবিয়া। ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নামিবিয়া ৫ উইকেটে সংগ্রহ করে ১৪৪ রান।
এর আগে দুর্দান্ত পাকিস্তানের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি নামিবিয়ার বোলাররা। বাবারর আজমের ৭০ এবং মোহাম্মদ রিজওয়ানের ৭৯ রানের উপর ভর করে ১৮৯ রান করে পাকিস্তান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক