৪০০ যাত্রী নিয়ে মেঘনায় দুই ট্রলার, ৪ মাঝি আটক

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

করোনা মহামারি রোধে দ্বিতীয় দফায় চলমান লকডাউন অমান্য করায় দুটি ট্রলারকে আটক করেছে পুলিশ। ভোলা জেলার ইলিশা ফেরিঘাট-সংলগ্ন মেঘনা নদী থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল।

 

তিনি জানান, লক্ষ্মীপুর থেকে দুটি ট্রলারে প্রায় ৪০০ যাত্রী নিয়ে ভোলার ইলিশার দিকে আসছিল। মাঝনদীতে নৌ পুলিশ তাদের আটক করে। পরে যাত্রীদের ঘাটে নামিয়ে দেওয়া হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আটক মাঝিরা হলেন লক্ষ্মীপুরের বাসিন্দা হারুন ব্যাপারী, আবুল কালাম, সালাউদ্দিন ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মোশারেফ।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ