বরিশালে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সোমবার এই কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পূর্ণাঙ্গ কমিটিতে ৪৮৭ জন স্থান পেয়েছেন।
২০১৮ সালে মাহাফুজুল আলম মিঠুকে সভাপতি, তারেক আল ইমরান সহ-সভাপতি, কামরুল আহসান সাধারণ সম্পাদক, তৌফিকুল ইসলাম ইমরান ও সোহেল রাড়িকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটিকে অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। সেই কমিটি গঠনের তিন বছর পর ৪৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো।
পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি নাইমুল হাসান সোহেল বলেন, ‘দীর্ঘদিন রাজপথে থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে আছি। পূর্ণাঙ্গ কমিটি দলকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি।’