বরিশাল বিভাগ

৩৮ বছরের ইমামতী শেষে বর্ণাঢ্য বিদায়

By admin

September 23, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: মাওলানা মোজাম্মেল হক। বিগত ৩৮ বছর সফলতার সঙ্গে ভোলার লালমোহন পৌরশহরের ঐতিহ্যবাহী মোল্লা জামে মসজিদের খতিব (পেশ ইমাম) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

 

 

শুক্রবার শেষবারের মতো জুমআ’র নামাজ পড়িয়ে অসুস্থতাজনিত কারণে বিদায় নেন মাওলানা মোজাম্মেল হক। তিনি লালমোহন পৌরশহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

 

 

তাকে বিদায় জানাতে উপস্থিত হন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মোল্লা জামে মসজিদের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি মাওলানা মোজাম্মেল হকের বর্ণাঢ্য ইমামতী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

 

এছাড়াও তাকে এমপি শাওনের নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকাসহ মোট দুই লক্ষ টাকা সম্মাননা হিসেবে প্রদান করেন। বিদায় বেলায় মোল্লা জামে মসজিদের শত শত মুসল্লীদের ভালোবাসায় সিক্ত হন মাওলানা মোজাম্মেল হক।