ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২
বরগুনার তালতলীতে তেল ও মুদি-মনোহরীর দোকানের মালামাল নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ৩০ লাখ টাকার পণ্য ডুবে গেছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তালতলীর ছোটবগী ইউনিয়নের খালগোড়া এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
রাত সোয়া ১টায় বিষয়টি নিশ্চিত করেন ট্রলার মালিক জামাল হেসেন। তিনি জানান, শনিবার রাতে বরগুনার সদর থেকে তেল ও মুদি-মনোহরী দোকানের বিভিন্ন পণ্য নিয়ে তালতলীর জেটি ঘাটের উদ্দেশে যাত্রা করে ট্রলারটি। পায়রা নদী পার হয়ে ট্রলারটি ছোটবগীর খালগোড়া এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের কারণে চরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়৷ সঙ্গে সঙ্গে ট্রলারে থাকা মালামালও নদীতে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস তালতলী স্টেশন। এ সময় ট্রলারে থাকা চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
জামাল হোসেন বলেন, সামনে সাপ্তাহিক হাট থাকায় বরগুনা থেকে তেল ও ৪৫০ বস্তা মালামাল নিয়ে আসছিল ট্রলারটি। কিন্তু ভাগ্য খারাপ তাই চরে ধাক্কা লেগেই ডুবে গেলো আমার ট্রলার। ট্রলারে থাকা ৩০ লাখ টাকার মালামাল তলিয়ে গেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস তালতলী স্টেশন কমান্ডার আক্তার উদ্দিন বলেন, ট্রলারে থাকা মাঝিসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটি উদ্ধারের জন্য যে ধরনের সরঞ্জাম দরকার তা আমাদের কাছে নেই।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক