ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
ঢাকা : করোনাভাইরাসের প্রতিষেধক টিকাগ্রহণে মানুষের সাড়া অব্যাহত রয়েছে। সরকারের গণটিকাদান কর্মসূচির ২৫তম দিনে সোমবার সারাদেশে আরও ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন মানুষ করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ জন এবং নারী ৪৪ হাজার ৭৯০ জন।
এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন এবং নারী ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন। টিকা নিয়ে এ পর্যন্ত ৮৫৯ জনের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে।
টিকা পেতে আগ্রহ প্রকাশ করে সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন বলে নিশ্চিত করেছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কর্তৃপক্ষ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩৭ হাজার ৯৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ২৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ হাজার ৫৬৮ জন, রাজশাহী বিভাগে ১২ হাজার ৮০৭ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৮১৩ জন, খুলনা বিভাগে ২১ হাজার ৯ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৮০৬ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৯১২ জন।
সব মিলিয়ে টিকাদানে শীর্ষে থাকা ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ১২ লাখ ২৭ হাজার ৪৬৫ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৬৪ হাজার ৩৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৮ লাখ ২৪ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে ৪ লাখ ২৩ হাজার ২৮৭ জন, রংপুর বিভাগে ৩ লাখ ৫৭ হাজার ৫৩২ জন, খুলনা বিভাগে ৫ লাখ ৮ হাজার ৩৪২ জন, বরিশাল বিভাগে এক লাখ ৭৭ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে আছেন ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক