জাতীয়

২৪ ঘন্টায় চব্বিশ জনের মৃত্যু, শনাক্ত ২,১৫৯

By admin

December 09, 2020

 

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৬ হাজার ৯৩০ জনের প্রাণহানি হলো।

 

গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৯ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন।

 

দেশে করোনা শনাক্ত হওয়ার ২৭৭তম দিনে আজ বুধবার (৯ ডিসেম্বর), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ৪ হাজার ৭৭২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩.৮৬ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৪২ হাজার ৫২ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৭২৬ জন।