ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৪ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১০ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩২৮টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক শূন্য ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক