ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১
মহামারি করোনাভাইরাসে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৪৪৩ জনের শরীরে। নতুন ১০ জনসহ করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ১৩৭ জনে। আর মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৩৫ হাজার ৫৮২ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭২ জন। সব মিলিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৮০ হাজার ২১৬ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খরব আসে ১৮ মার্চ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক