মা ইলিশের প্রজনন নিরাপদ করার লক্ষ্যে গত ১৪ই অক্টোবর থেকে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বিভিন্ন ঘাট থেকে মাছ শিকারের উদ্দেশে সাগরে গেছেন জেলেরা।
প্রায় ১ মাস অলস সময় কাটানোর পর গতকাল বুধবার মধ্য রাতের পরই সাগরের উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা। ফিশিং ট্রলারে বরফ আর প্রয়োজনীয় জিনিসপত্র বোঝাই করা নিয়েই ব্যস্ততা কেটেছে জেলেদের। তবে সকল জেলেরা একসময়ে বরফ না পাওয়ায় আগামী ৩-৪ দিন ধরেই তারা পর্যায়ক্রমে সাগরে যাবেন।
দীর্ঘ সময় পর মাছ ধরার উপর অবরোধ উঠে যাওয়ায় খুশি জেলেরা।
আর আগামী এক সপ্তাহের মধ্যেই সাগর থেকে মাছ ধরে ফিরতে পারবেন বলে আশা তাদের। তবে বর্ষা মৌসুমে আশানুরুপ মাছ না পাওয়ায় অনেকটা দুশ্চিন্তাও রয়েছে তাদের। এরপরও পর্যাপ্ত মাছ পাবেন এই আশাতেই অবরোধ শেষে সাগরে ছুটছেন তারা।