জাতীয়

১৬ ডিসেম্বরের আগেই মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ

By admin

October 20, 2020

 

আগামী ১৬ ডিসেম্বরের আগেই মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ করা হবে। নভেম্বরে ভোটার তালিকা প্রকাশ, আর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধ সংসদ নির্বাচন।

 

মঙ্গলবার সকাল ১০টার দিকে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ তথ্য জানান।

 

তিনি আরো বলেন, যাচায়-বাছাই শেষে ৫ থেকে ৭ ভাগ মুক্তিযোদ্ধা হয়তো বাদ যেতে পারে। তবে যারা আবেদন করেছেন নতুন করে আরো কিছু মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হবে। যদি কেউ তালিকা থেকে বাদ পড়ে তারা আপিল করতে পারবেন।

 

মুজিবনগরের উন্নয়ন কাজ সসর্ম্পকে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগরের উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সে অনুযায়ী নকশার কাজ চলছে। আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

 

এরপর মন্ত্রী মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স সম্প্রসারণ নিয়ে এক পর্যালোচনা সভায় যোগ দেন। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ,মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।