১৫ বছরের কারাদণ্ড হতে পারে অং সান সুচির

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির এক মামলায় আগামী সপ্তাহে রায় ঘোষণা হতে পারে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।

 

ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে সু চির বিরুদ্ধে মামলাটি করা হয়। আগামী সোমবার জান্তার প্রতিষ্ঠিত আদালতে চূড়ান্ত শুনানির কথা রয়েছে।

এ মামলার কার্যক্রম চলাকালে সাংবাদিকদের উপস্থিতি নিষিদ্ধ ছিল। এ ছাড়া সু চির আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলাও নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে তার বিরুদ্ধে একগাদা অভিযোগ আনা হয়, যেগুলোর সবগুলো প্রমাণিত হলে তার ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

 

কভিড-১৯ বিধি এবং ওয়াকিটকি আমদানি সংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে সু চিকে ছয় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সূত্র: এএফপি


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ