জাতীয়

১৪-১৬ জুন সারাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা

By admin

June 13, 2021

 

১৪ থেকে ১৬ জুন সারাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানিয়েছেন, লঘুচাপটি স্থলভাগের দিকে এলেই বৃষ্টিপাত বেড়ে যাবে।

 

আগামী ১৪ থেকে ১৬ জুন বেশি বর্ষণ হবে। তার আগে পরে কখনো রোদ, কোথাও রোদ-কোথাও বৃষ্টি এই অবস্থা বিরাজ করবে। সপ্তাহের মাঝের দিনগুলোতে বেশি বর্ষণ হবে। কোথাও কোথাও ভারী বর্ষণও হবে।

লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে তোলা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত।