ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের হোস্টেল সংস্কার, পুকুর বরাদ্দ ও হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএম কলেজের আবাসিক হলের শিক্ষার্থীরা।
১১ দফা দাবি তুলে ধরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলেজের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের পর কলেজ অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে তাদের দাবি আদায়ের লমিছিল বের করে কলেজ ক্যাম্পস পরিদর্শন করে। পরে তারা কলেজের প্রথম গেট হয়ে নতুন বাজার-কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টারমিনাল সড়কে বিক্ষোভ মিছিল করে।
এসময় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নেতৃত্বদানকারী শিক্ষার্থী আবু রায়হান বলেন, হোষ্টেল ফি বৃদ্ধি করা বাতিল করা সহ হলগুলোকে শিক্ষার্থীদের বসবাসযোগী করা, ঝুকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার করা, শিক্ষার্থীদের ডায়েনিং ব্যবস্থা করা, হলের প্রাচির দেয়াল নির্মাণ করার মাধ্যমে বহিরাগতদের প্রতিরোধের ব্যবস্থা করা সহ ১১ দফা দাবী বাস্তবায়ন পুরন করা না হলে তারা কলেজের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে কঠোর আন্দোলনে যাবেন বলে হুসিয়ারী উচ্চরন করেন।
এসময় তারা বলেন এই আন্দোলন করতে গিয়ে যাদি তাদের পুলিশি হয়রানি সহ জেলে-জুলুমের শিকার হতে হয় তাহলেও তারা দাবী পুরন না হওয়া পর্যন্ত হলে ও ক্লাসে ফিরবেন না।
পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে গিয়ে কলেজ প্রফেসর ড.মোহাম্মদ গোলাম কিবরিয়ার মাধ্যমে অধ্যাক্ষ বরাবর স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপি গ্রহনকালে অধ্যাক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করে এবং তাদের সকল সমস্যা নিয়ে আলোচনার জন্য টেবিলে বসার আমন্ত্রন জানান।
বিক্ষোভে দাবি আদায়ের আন্দোলনে বিভিন্ন হলের শিক্ষাথীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আসাদুল হক করীম, ফয়সাল হোসেন, তানজিল, তপু রায়হান, সুমন ডাকুয়া, তাওহিদ ও আশিষ সহ বিভিন্ন শিক্ষার্থী।
উল্লেখ্য, বর্তমানে ৬টি আবাসিক হোস্টেলের ১২’শ আসনের বিপরিতে প্রায় দ্বিগুন শিক্ষার্থীদের অবস্থান করতে হচ্ছে। এছাড়া ৬টি হোস্টেলের মধ্যে ৪টি ভবন বাদে বাকিগুলোতে বসবাস করা অনপোযোগী হয়ে পড়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক