১০ জনের নাম চেয়ে বিএনপিকে সার্চ কমিটির চিঠি

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের জন্য নামের তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে অনুসন্ধান বা সার্চ কমিটি।

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ‘একটু আগে নয়াপল্টন পার্টি অফিসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি দিয়েছে। তবে বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না।’

 

রিজভী জানান, এর আগেও দলের মহাসচিব জানিয়েছেন, সার্চ কমিটিকে নির্বাচন কমিশন নিয়ে নাম দেয়া হবে না। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তও নাম না দেয়ার।

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

 

এই কমিটি নির্বাচন কমিশন গঠন করতে ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নামের সুপারিশ পাঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ