হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক গ্রেফতার

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

হেফাজতে ইসলামের নেতা  মামুনুল হক গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর ১টার দিকে গ্রেফতার করা হয়।

 

 

তিনি আরো জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ও ঢাকার মতিঝিল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

এদিকে রাজধানীর তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ জানান, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও থানায় নেয়া হয়


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ