বরিশাল

হিজলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

By admin

April 21, 2021

 

বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহিন ব্যাপারী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার পুরাতন হিজলা বাজারের হারুন মিস্ত্রীর ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত শাহিন হিজলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের নিজাম ব্যাপারীর ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।

 

পুরাতন হিজলা বাজারের মুদি দোকানি সাব্বির হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হারুন মিস্ত্রীর ওয়ার্কশপে ঢুকে সেখানে মেরামতের জন্য রাখা একটি যন্ত্রের ওপর হাত রাখেন শাহীন ব্যাপারী। এতে শাহিন বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, পুরাতন হিজলা বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারও মৃত্যু হয়েছে কি-না তার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন।