বরিশাল

হিজলায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

By admin

June 13, 2022

 

বরিশাল জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ধুলখোলা বাজারে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

রবিবার দিবাগত গভির রাতে ধুলখোলা বাজারে এ ঘটনা ঘটে।

 

নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী একেএম জসিম উদ্দিন বলেন, রবিবার দিবাগত গভির রাতে খবর পাই ধুলখোলা বাজারে আমার নির্বাচনি অফিসে কে বা কারা আগুন দিয়েছে। নৌকার গণজোয়ার দেখেই প্রতিপক্ষের লোকজন এমন ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করব।

 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।