হিজলায় ছাগলে গাছ খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত গনি মোল্লা (৬০) এর মৃত্যু হয়েছে। হামলার ঘটনার ১২ দিন পরে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা গেছে, ইউনিয়নের মান্দ্রা চরসুকুরিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে আনোয়ার মোল্লার বাড়ির আঙিনায় লাগানো কয়েকটি গাছ খায় জাকির জমাদ্দারের ছাগলে। এ নিয়ে বাড়ির মহিলাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এর জের ধরে গত ১০ অক্টোবর সন্ধ্যা সাতটায় আনোয়ার মোল্লাকে মান্দ্রা বাজারে ডেকে আনেন কাঞ্চন জমাদ্দার। তিনি বাজারে আসা মাত্রই খলিল, নাদের, ফারুক, সোহেল জমাদ্দারসহ ১০-১২ জন আনোয়ারকে স্থানীয় নোমানের ফার্মেসিতে ঢুকিয়ে দুই ঘন্টাব্যাপী লোহার রড এবং লাঠি দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করে। খবর পেয়ে আনোয়ার মোল্লার ভাই সবুজ মোল্লা গনি মোল্লাসহ পরিবারের সদস্যরা বাজারে আসলেও তারাও হামলার শিকার হন।

 

নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, বৃদ্ধ গনি মোল্লা হামলার থেকে রক্ষা পেতে পার্শ্ববর্তী শাহজাহানের কাঠের দোকানে গিয়ে আশ্রয় নেয়। হামলাকারীরা সেখানে দিয়েও গনি মোল্লাকে দ্বিতীয় দফায় মারধর করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর ১২ দিন পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধ গনি মোল্লা।

 

এদিকে, অভিযোগ রয়েছে, ‘হামলার ঘটনা ধামাচাপা দিতে জাকির জমাদ্দারের স্ত্রী খায়রুন্নাহার কে দিয়ে হিজলা থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করে। তবে হামলার শিকার শিকার গনি মোল্লার পরিবারকে থানা থেকে কোন আইনী সহায়তা প্রদান করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাই ওই ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা করেন গনির পরিবার। তবে মামলা দায়েরের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলেও অভিযোগ বাদী পক্ষের।

 

মাদ্রানা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার শাহজাহান জানান, ‘ঘটনার দিন হামলাকারীরা এতোটাই হিংস্র ছিলেন যে বাজারের ব্যবসায়ীরা তাদের আটকে পারেনি।

 

বাজার কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বলেন, ওইদিনের ঘটনাটি বাজারে ওইদিনের বড় কোন ঘটনা। যে আমাদের জন্য লজ্জাজনক। হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস আলী বলেন, ‘গনি মোল্লার পরিবারের পক্ষ্য থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পরে গনি পরিবারকে আইনী সহায়তা প্রদান না করার বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ