রাজনীতি

হাসাপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

By admin

February 01, 2022

 

দীর্ঘদিন হাসাপাতালে চিকিৎসার পর আজ সন্ধ্যায় বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তিনি।

 

এই তথ্য নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

 

তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বাসায় ফিরবেন।

 

এ উপলক্ষে সন্ধ্যা ৬ টায় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করবেন।

 

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। তিনি বহু বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।