ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১
আচমকা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন।
রুবেল হোসেনের স্ত্রী দোলা হোসাইনের ফেসবুকে দেওয়া একটি পোস্ট থেকে বিষয়টি জানা গেছে।
দোলা হোসাইন ফেসবুকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তিনি (রুবেল হোসেন) বুধবার (১৮ নভেম্বর) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি হসপিটালে ভর্তি সবাই তার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আমিন।’
পরে খোঁজ নিয়ে জানা গেছে, ইনফেকশনের কারণে রুবেলকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে অনেকটাই সেরে উঠেছেন তারকা এ পেসার। যেকোনো সময় হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।
বিশ্বকাপ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গেলেও একটি ম্যাচ খেলার সুযোগ পাননি রুবেল। প্রথমে স্টান্ডবাই হিসেবে রাখা হলেও পরে সুযোগ দেওয়া হয়েছিল মূল স্কোয়াডে। কিন্তু একটি ম্যাচেও নামতে পারেননি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক