ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২
নাজমুল হক মুন্না, উজিরপুর : বরিশাল জেলার উজিরপুরে ঐতিহ্যবাহী হারতা বাজারে সাপ্লাই পানির পাম্পের ভিত্তি প্রস্তরের শূভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য মোঃ শাহে আলম।
৩ নভেম্বর শনিবার বেলা ১১টায় হারতা বাজার সংলগ্ন সাপ্লাই পানির পাম্পের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল মল্লিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুনিল বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সাপ্লাই পানির পাম্পের ভিত্তি প্রস্ততের উদ্বোধন করা হয়। এরপর প্রধান অতিথি হারতা বাজারসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক