ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
হাজী সেলিম ও ইরফান সেলিমের সম্পদের প্রাথমিক তথ্য নিচ্ছে দুদক। দুদকের সিডিউলভুক্ত অপরাধ হলে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে। বললেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান। আজ বুধবার দুপুরে এসব কথা বলেন তিনি।
গেলো ২৫ অক্টোবর রাতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার সহযোগীরা। পরে সোমবার তার পুরান ঢাকার বাসায় অভিযান চালায় র্যাব।
অভিযানে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে, ইরফানের গাড়িটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।
ইরফানসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করেছেন নৌ বাহিনীর ওই কর্মকর্তা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক