সারাবাংলা

হাজী সেলিমের ছেলে এরফান সেলিমের এক বছরের কারাদণ্ড

By admin

October 26, 2020

 

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।

 

লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, মদ পান ও ওয়াকিটকি ব্যবহারের অপরাধে এরফান সেলিম ও দেহরক্ষীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে। তবে মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করবে র‌্যাব।