বরিশাল

হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের বিরুদ্ধে মামলা হয়না: মেনন

By admin

November 28, 2022

 

নাজমুল হক মুন্না, উজিরপুর:: হাজার কোটি টাকার ঋণ খেলাপীদের গ্রেপ্তার দুরে থাক, তাদের বিরুদ্ধে মামলা হয়না অথচ মাত্র পঁচিশ হাজার টাকা ঋণ ফেরত না দেয়ায় পাবনার ১২ জন কৃষককে জেলে পাঠানো হয়ে ছিলো।

 

 

২৮ নভেম্বর সোমবার বিকাল ৪টায় বরিশালের উজিরপুরে বি,এন,খান ডিগ্রি কলেজ মাঠে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত কর্মীসভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন একথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী উৎপাদন বাড়াতে এই কৃষকদেরই আহবান জানাচ্ছেন প্রতিদিন।

 

 

আমলাদের উপর নির্ভর করলে এই পরিস্থিতি হবে সর্বক্ষেত্রে। তাই বর্তমান সংকট মোকাবিলায় আমলা নয়। জনগণের উপর নির্ভর করতে হবে।

 

 

উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক কমরেড শেখ মোঃ টিপু সুলতান, জেলা কমিটির সদস্য কমরেড টি,এম শাজাহান, মোজাম্মেল হক ফিরোজ, জহুরুল ইসলাম টুটুল, এইচ এম হারুন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, উপজেলা যুব মৈত্রী সভাপতি জাহিদ হোসেন খান ফারুক প্রমুখ। সভা পরিচালনা করেন কমরেড রফিকুল ইসলাম।