লিড নিউজ

হাঁস চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

By admin

May 17, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: খামার থেকে হাঁস চুরির অভিযোগে নেত্রকোনার বারহাট্টা আওয়ামী লীগ নেতা অলি বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সদর উপজেলার বেতাটী এলাকা থেকে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

 

 

অলি বিশ্বাস (৪৩) সদর উপজেলার পাঁচপাই গ্রামের মৃত আবদুস সামাদ বিশ্বাসের ছেলে। তিনি সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার)।

 

 

উপজেলার বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারহাট্টার কর্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর ছেলে খোরশেদ মিয়া দীর্ঘদিন গ্রামে কৃষিকাজের পাশাপাশি খামার করে হাঁস পালন করছিলেন। গত শনিবার রাতে ওই খামার থেকে প্রায় সাড়ে ৭০০ হাঁস চুরি হয়।

 

 

এ ঘটনায় আজ মঙ্গলবার খোরশেদ আলম বাদী হয়ে অলি বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে বারহাট্টা থানায় একটি মামলা করেন। পরে বারহাট্টার ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা বেলা দেড়টার দিকে সদর উপজেলার বেতাটী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

 

 

এ বিষয়ে ঠাকুরাকোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল হক খান মিলকী বলেন, ‘অলি বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে শুনেছি। তবে কী কারণে গ্রেপ্তার করেছে তা আমার জানা নেই।’

 

 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, হাঁস চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অলি বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কাল (বুধবার) আদালতে পাঠানো হবে।

 

 

তিনি আরও বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। সেই সঙ্গে চুরি যাওয়া হাঁসগুলো উদ্ধারের চেষ্টা চলছে।