ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দিতে বিপিএল ছাড়ছেন মিনিস্টার ঢাকার অলরাউন্ডার আন্দ্রে রাসেল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কলকাতার প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। আর সেখানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তিনি।
দলের সবাইকে শুভকামনা জানিয়ে রাসেল বলেন, আমরা শিরোপা জেতার মতো একটি দল। মিনিস্টার ঢাকার সমর্থকরা সমর্থন জুগিয়ে যান। ডালাসে থেকে আমিও সমর্থনে অংশ নেব। টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে।
চলমান বিপিএলে ঢাকার হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন রাসেল। চার ইনিংসে ব্যাট করে ৬১ রান করেছেন এই ব্যাটসম্যান এবং উইকেট পেয়েছেন ৮টি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক