সারাবাংলা

হজ প্রাক-নিবন্ধনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর

By md parvaj

September 08, 2020

হজে যেতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ সময়সীমার শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর।

 

মঙ্গলবার ধর্মমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৩২০ জন প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৫৮ হাজার ৯৬০ জন প্রাক-নিবন্ধন করেছেন।

 

হজ অফিস জানিয়েছে, করোনার কারণে এবার হজে যেতে না পারা ব‌্যক্তিদের মধ‌্যে যারা টাকা ফেরত নেননি তারা আগামী বছর হজ পালনে অগ্রাধিকার পাবেন। যারা টাকা ফেরত নিয়েছেন তাদের হজে যেতে হলে আবার প্রাক-নিবন্ধন করতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই তা করতে হবে।

 

সৌদি আবরের সঙ্গে বাংলাদেশ সরকারের চলতি বছরের চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জনের হজ করার কোটা নির্ধারিত ছিলো। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার এবং সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত ছিলো।

 

কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণে হজ পালিত হয়। সৌদি আরবে থাকা মুসল্লি ছাড়া অন্য কোনো দেশের মুসল্লিরা হজ পালনের সুযোগ পাননি।