সারাবাংলা

সড়ক দুর্ঘটনায় পিআইবি পরিচালকের মৃত্যু

By admin

September 21, 2020

 

সড়ক দুর্ঘটনায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রোববার রাত ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পিআইবির জনসংযোগ কর্মকর্তা আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মোটরসাইকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে শনির আখড়া ব্রিজের ঢালে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে থাকা ইলিয়াস ভূঁইয়া মারা যান। পরে পুলিশ তার মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

 

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ জানান, পিআইবিতে তার জানাজা শেষ করে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে দাফন করার কথা রয়েছে।