এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জনের প্রাণহানী

পটুয়াখালী

সড়ক দুর্ঘটনায় গলাচিপায় ভ্যান চালকের মৃত্যু

By admin

April 27, 2021

 

পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মোহম্মদ হানজালা নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহম্মদ হানজালা গলাচিপা শহরের কলেজ পাড়ার একটি টিনের আড়ত থেকে টিন বোঝাই করে ইঞ্জিন চালিত একটি ভ্যান দ্রুত গতিতে রতনদি তালতলী ইউনিয়নের বদনাতলী যাচ্ছিল।

 

পথিমধ্যে কালিকাপুর কালামের গ্যারেজের সামনে নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক হানজালার মৃত্যু হয়।

 

ঘটনার পরপরই স্থানীয় লোকজন হানজালাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।