ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১
পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমারের নেতৃত্বে বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।
পরে আশিষ কুমার গণমাধ্যমকে জানান, সরকারি প্রজ্ঞাপনের বিধিনিষেধ না মানায় পৌরসভার সদর রোডের তাইয়েবা স্টোরকে এক হাজার টাকা, থানা মসজিদ রোডের কেয়া স্টোর ও জোনায়েত গার্মেন্টসকে পাঁচ হাজার টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় গলাচিপা থানার এসআই আমির হোসেন ও পল্লী উন্নয়ন কর্মকর্ত মাহাবুব হাসান শিবলী উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক