ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১
আশুলিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পেরে এক বৃদ্ধ হোটেল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের ধলপুর এলাকার জান্নাতুল ফেরদৌসের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম হারুন অর রশিদ (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার রাধাকান্তপুর এলাকার বাসিন্দা।
নিহতের পারিবার জানায়, হারুন অর রশিদ হোটেল ব্যবসা করতেন। ব্যবসার জন্য স্থানীয় মহাজনী ব্যবসায়ী ফিরোজা বেগমের কাছ থেকে কিছু টাকা ঋণ নেন। করোনার লকডাউনের কারণে ঋণের সুদ সময়মতো দিতে পারেননি তিনি। এতে ফিরোজার লোকজন তাকে রোববার তাদের দোকানে ডেকে নিয়ে অপমান অপদস্ত করেছেন।
তিনি স্ত্রী-সন্তান নিয়ে ধলপুর এলাকার জান্নাতুল ফেরদৌসের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন। পরে সে অপমান সহ্য করতে না পেরে ভোররাতে বাড়ির উঠানে একটি লিচু গাছে ফাঁস দিয়ে করেন। সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই ইউনুস বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক