বিনোদন

স্বামীকে মারধরের অভিযোগে অভিনেত্রী তমার নামে মামলা

By admin

December 20, 2020

 

স্বামীকে মারধরের অভিযোগে অভিনেত্রী তমা মির্জার নামে থানায় মামলা দায়ের করেছেন তার স্বামী হিশাম চিশতী। মামলায় তমা মির্জা ছাড়াও আসামি করা হয়েছে তার পরিবারের বেশ কয়েকজনকে।

 

সম্প্রতি হিশাম চিশতীকে মারধরের কিছু ছবি মিডিয়ায় প্রকাশিত হওয়ায় বিষয়টি আলোচনায় আসে। প্রকাশিত ছবিতে দেখা যায় হিশাম চিশোতীর শরীরে ব্যান্ডেজ লাগানো। মারধরের চিহ্নও অনেক।

 

এই মারধর তমা মির্জার উল্লেখ করে হিশাম চিশতী জানান, করোনাকালে অসুস্থ মাকে দেখতে তিনি কানাডা থেকে দেশে এসেছিলেন। তখন তমাকে নিয়ে তিনি দুবাইয়ে যান হানিমুন করতে। সেখান থেকে ফিরেই তাদের সংসারে বিবাদ শুরু হয়।

 

তিনি বলেন, আগেও তমার দুটো বিয়ে হয়েছে সে খবর শুনে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তবু সুখের জন্য সব মেনে নিয়েছিলাম। তমাদের একটি স্বর্ণের দোকানে শেয়ার ছিল। আমার কাছ থেকে ২০ লাখ টাকা ধার নিয়ে সেই টাকা ওই দোকানে বিনিয়োগ করতে চেয়েছিল তার পরিবার। কিন্তু ওই টাকা দেওয়ার পরেও তারা আমার কাছ থেকে আরও অনেক টাকা নেয়। এসব নিয়ে আমাদের মাঝে ঝামেলা বাড়তেই থাকে। পরে টাকার হিসাব চাওয়ায় তা দিতে পারেনি তমা ও তার পরিবার।

 

হিশাম বলেন, আমি টাকা দিবো না বলে তমাকে নিয়ে কানাডা চলে যাওয়ার প্রস্তাব দেওয়ায় ক্ষুব্ধ হয় তারা। সবাই মিলে আমাকে প্রচণ্ড মারধর করে।

 

তবে এসব অভিযোগের অস্বীকার করে তমা মির্জা জানান, আমার আয়ের টাকা কেন আমি পরিবারকে দেই তা নিয়ে হিশাম আমাকে অনেক কথা শুনাত। এমনকি আমাকে কাজ করতেও বাঁধা দেয়। আমি টাকা দিতে না চাওয়ায় আমাকে টর্চার করে। তার জন্যই আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসি।