স্বাধীনতার ৫০ বছরেও মেলেনি রাঙ্গাবালীতে ফুটবল খেলার মাঠ

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:: স্বাধীনতার ৫০ বছরেও মেলেনি রাঙ্গাবালীতে ফুটবল খেলার মাঠ। নদী ও সমুদ্র বেষ্টিত দ্বীপ চর নিয়ে গঠিত রাঙ্গাবালী উপজেলা। সবকিছুতে একের পর এক পরিপূর্ণ হলেও খেলার মাঠের অভাব থেকেই যায় যুবসমাজের। ছোট-বড়, কিশোর, যুবক ও বয়স্কদের এখন প্রাণের দাবি খেলার মাঠ।

 

পটুয়াখালীর রাঙ্গবালীতে ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের আয়োজনে ফুটবল খেলার মাঠ চাই মাঠের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুর ২টার সময় উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঘন্টা ব্যাপি ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

 

এসময় ক্রীড়া ও সমাজ কল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক বাবু তালুকদার বলেন, যুব সমাজ রক্ষার জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য ক্রীড়া ও সমাজ কল্যাণ ক্লাবের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমাদের নির্দিষ্ট একটি খেলার মাঠ দরকার।

 

 

ক্রীড়া ও সমাজ কল্যাণ ক্লাবের উপদেষ্টা দিলীপ দাস বলেন, মানুষের শরীর ও মনের সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম ও হাঁটা-চলা করা প্রয়োজন। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা করা জরুরি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছোট একটি আবেদন রাখতে চাই। রাঙ্গাবালী উপজেলায় শেখ রাসেল মিনি ইস্টিডিয়াম হউক এটা আমাদের সকলের দাবি।

 

 

এসময় ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের সভাপতি জাহিদ হাসান সাগর, বাহেরচর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্বাস হাওলাদার, ডাঃ ফিরোজ মাহমুদ, মোঃ নুরুল খা , সালাউদ্দিন মল্লিক, মোঃ আল-আসাদ-সহ ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ