ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
জিহাদুল ইসলাম, নড়াইল:: খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল কাদের জসিমের (৫৬) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) জুম্মা নামাজ বাদ নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে জানাযা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে লাইফসাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহ— –রাজিউন)। তিনি স্বাধীনতা চিকিৎসা পরিষদ নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার বাসিন্দা আব্দুল কাদের জসিম দীর্ঘদিন নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মুত্যুতে নড়াইলের রাজনৈতিক অঙ্গন, বিএমএ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ডা.মো.আব্দুল কাদের ১৭তম বিসিএসের স্বাস্থ্য শাখায় কর্মরত ছিলেন। নিহত চিকিৎসক যুগান্তরের সিনিয়র রিপোর্টার কাজী জেবেলের বড় শ্যালক।
‘পারিবারিক সূত্রে জানা যায়, ৭ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ থেকে ডাক্তার আব্দুল কাদের জসিম প্রাইভেটকারে নড়াইল ফেরার পথে ফুলতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন । তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক