পিরোজপুর

স্বরূপকাঠিতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

By admin

February 22, 2021

 

পিরোজপুরের স্বরূপকাঠিতে সঞ্জয় হালদার (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার দুপুরে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি গ্রামের একটি ডোবা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত যুবক ওই গ্রামের মৃত নিরঞ্জন হালদারের ছেলে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন সকালে ডোবায় লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।

 

ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, নিহত একজন এপিলেপসি (মৃগীরোগী) ছিল। তার শরীরের কোনও আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।