ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২
স্বরূপকাঠিতে মোটর সাইকেলের চাপায় পরিমল বেপারী (৪৫) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক ৯ টারদিকে উপজেলার
কুড়িয়ানা বাজারে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত পরিমল পার্শবর্তী ঝালকাঠি সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মনিন্দ্র লাল বেপারির ছেলে। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাগেছে, উড়িবুনিয়া গ্রামের কবির হোসেনের ছেলে রাজু তার সহযোগী সাকিবকে নিয়ে মোটর সাইকেল যোগে বরিশালের যাওয়ার পথে পরিমলকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মেডিক্যাল অফিসার ডা.ওয়াহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার পুর্বে তার মৃত্যু হয়। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন রাজু হাসপাতালে চিকিৎসাধীন। সে পুলিশের নজরদারীতে রয়েছে। শাকিব পলাতক ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক