ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
পিরোজপুর : পিরোজপুরের স্বরূপকাঠিতে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ মো. রানা (৩০) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে রানার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে। আটককৃত রানা সোহাগদল এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রানার বাসায় অভিযান চালিয়ে তাকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, রানা এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। রানার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে। সোমবার সকালে তাকে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক