ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১
স্বরূপকাঠিতে বন্যপ্রাণী তক্ষক রাখার দায়ে রোজিনা বেগম নামে এক গৃহবধুকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত রোববার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.বশির গাজী এ জরিমানা করেন।
রোজিনা উপজেলার সুন্দর গ্রামের মো. এনায়েত হোসেন হাওলাদারের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে রোজিনার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় রোজিনার ঘর থেকে একটি মৃত তক্ষক উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ওই গৃহবধুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক