শিরোনাম

স্ত্রী হত্যার দায়ে স্বামী-শ্যালকের মৃত্যুদণ্ড

By admin

June 30, 2022

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও প্রথম স্ত্রীর ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ রায় এ ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের মফিজ উদ্দিন ব্যাপারির ছেলে সাইফুল ইসলাম ও একই উপজেলার বসন্তেরপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে করিম মিয়া। তারা সম্পর্কে শালা-দুলাভাই। আসামিদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের ছাইফুল ইসলামের সঙ্গে একই উপজেলার ওসমানেরপাড়া গ্রামের পারভীন বেগমের (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকে পারভীন বেগমের কোনো সন্তান ছিল না। ছাইফুলের আগের স্ত্রীর সন্তান থাকায় পারিবারিক ও সাংসারিক কলহ বিরোধ চলছিলো। ঘটনার তিন মাস আগে ছাইফুল একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে যায়। পারভীন বেগম নিজ বাড়িতে চলে আসে। জামিন পেয়ে ছাইফুল পারভীনকে তার বাড়িতে নিয়ে যায়।

 

২০১৭ সালের ২৬ জুলাই থেকে পারভীনের আর কোনো খোঁজ মেলেনি। এরপর ৩০ জুলাই বসন্তেরপাড়া গ্রামে ছাইফুল ইসলামের প্রথম স্ত্রী পারভীন বেগম (৩২) পক্ষের খালা শাশুড়ি কোহিনুর বেগম ওরফে বুলির বসতবাড়ির ল্যাট্রিনের সেফটিক ট্যাংকির ভিতর থেকে পারভীন বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে গলা কেটে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নিহত পারভীন বেগমের ভাই আজিজুল রহমান বাদী হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আহম্মেদ আব্দুল্লা কনক অতিরিক্ত পিপি জানান, মামলার সাক্ষ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।