সারাবাংলা

স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ

By admin

October 10, 2020

 

আজ শনিবার দেশে অষ্টমবারের মতো পালিত হবে এ স্তন ক্যানসার সচেতনতা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘স্থূলতা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।’

 

২০১৩ সাল থেকে বেসরকারিভাবে এ দিবস উদযাপিত হচ্ছে স্তন ক্যানসার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। এবার দিবসটি উদযাপন ও মাসজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে যৌথভাবে আটটি সংগঠনের মোর্চা ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ ও রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

 

গতকাল শুক্রবার লালমাটিয়ায় কমিউনিটি অনকোলজি সেন্টারে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অক্টোবর মাসের বিস্তারিত কর্মসূচি অবহিত করেন ফোরামের প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

 

তিনি জানান, আন্তর্জাতিক সংস্থার অনুমিত হিসেব অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় সাড়ে ১২ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। মারা যান প্রায় সাত হাজার।

 

দিবসটি উপলক্ষে আজ সকাল সকাল ৯টায় জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে আসা রোগী ও স্বজনদের লিফলেট ও মাস্ক বিতরণসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে।